
মোঃ মশিউর রহমান ইসাদ, রংপুর
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান, রংপুর সদর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের গতকাল বুধবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শন করেন।
এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে বিরোধী দলীয় নেতা রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খোজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজম আলী, কাউন্সিলর ফেরদৌসী বেগম, মনোয়ারা সুলতানা মলি,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় সদস্য রংপুর মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ





























