
অমর একুশে বইমেলায় কবি ও কথাসাহিত্যিক রুবাইদা গুলশানের কাব্য ‘নীলমণির নীলিমায়’ প্রকাশ হয়েছে। জীবনের আলপনায় আঁকা ৪২ টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।
'নীলমণির নীলিমা' সম্পর্কে রুবাইদা গুলশান বলেন, 'ঝরা পাতার ন্যায় ঝরে পড়ে আমার অভিমান। মাঝরাত্রি্তে যখন নিশ্চুপ চারপাশ, ঠিক তখন হঠাৎ দূরের কোনো ট্রেন থামে বাড়ির পাশের স্টেশনে। কান পাতি, শুনতে পাই কারো পায়ের ধ্বনি। এই বুঝি কেউ আসছে ফিরে আমার আঙ্গিনায়! আধ ঘুমে আধ জাগরণে কে যেন চুপটি করে মনঘরে উঁকি দিয়ে যায়! এদিকে কোথা হতে বারবার হৃদয়ে জাগে গভীর বেদনা। জানি আমি, একবার যে ভালোবাসতে শিখেছে; সেই জানে বিরহের ব্যথায় হৃদয় কেমনে পুড়ে! অবশেষে বেদনা ফুলের দুঃখ গায়ে মেখে, অভিমানের জলে ভেজা চোখ নিয়ে কেউ কেউ হেসে ওঠে আপনমনে, গেয়ে ওঠে গান। এরপর বোধের সৌন্দর্য বুকে ধারণ করে নিজেকে সাজায় সে; ক্ষমা করে, ভালোবেসে আর সব অভিমান ভুলে, মায়ার চাদরে জড়ানো থাকে বুকের গভীরে কবর দেয়া কোনো এক প্রিয় নাম! তাই তো বলি, তুমি আমার প্রিয় হয়ো না, প্রিয় কোনো কিছুই আমি যে আঁকড়ে রাখতে জানি না। বইটিতে পাবেন এইসব অনুভূতি।'
বইটি প্রকাশ করেছে গল্পকার। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। মেলায় পাওয়া যাচ্ছে ৭০০ নং স্টলে।
রুবাইদার জন্ম ঠাকুরগাঁওয়ে। পৈতৃক নিবাস যশোর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর শেষ করে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক পদে কর্মরত।







































