
মামুন শেখ, রুপসাঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শিকদার ও সাংবাদিক মামুন শেখ এর মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছে। উক্ত জমি সাবেক চেয়ারম্যান ইউনুস আলী শিকদার জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ রয়েছে। স্থানীয় ভাবে ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ সাহেব আলী ও বিভিন্ন পর্যায়ের সমাজপতি,সুধীজন ও সাংবাদিকদ্বয় কয়েকদফা বসাবসি করে ও কোন সমাধান করতে পারেনি।
এরই ধারাবাহিকতায় ৩০ জুন'২০২৪ সকাল ১০ ঘটিকায় উভয় পক্ষ বসাবসি করে " দলিল যার জমি তার "এই কথার বাস্তবায়নের যখন এলাকাবাসী শান্তীর পরিবেশ আশা করছিল। তখন প্রাক্তন চেয়ারম্যানের পক্ষ থেকে বসাবাসির সময় পরিবর্তনের কথা বলে কালক্ষেপন করার চেষ্টা করে এবং বহিরাগতদের আনাগোনা দেখা যায়। ফলে এলাকাবাসী সংঘর্ষের আশঙ্কা করছে এবং এলাকায় শান্তী বিরাজের লক্ষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। জনপ্রতিনিধি শেখ সাহেব আলীর সাথে কথা বলে জানা যায়,১ ম"পক্ষ মামুন শেখ সঠিক এবং তার কাগজপত্র বৈধ বলে প্রমাণ পাওয়া যায়। দ্বিতীরপক্ষ বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ নিয়ে মোট ৫ বার বসাবসি করেও ব্যর্থহন।





























