
বৃষ্টি এলো বলে
সালমান হাবীব
বৃষ্টি এলো ভরদুপুরে অবাক টিনের চালে
বৃষ্টি এলো হঠাৎ করে তোমার নরম গালে,
বৃষ্টি এলো আকাশ ছেপে শহরতলীর মোড়ে
বৃষ্টি এলো ঝাপসা চোখে আমার খানিক দূরে।
বৃষ্টি এলো নদীর বুকে জলের নাচন নিয়ে
বৃষ্টি এলো মেঘের শোকে আঁধার করে দিয়ে,
বৃষ্টি এলো বেলকনিতে বাড়িয়ে রাখা হাতে
বৃষ্টি এলো অঝোর ধারায় বিজলি নিয়ে সাথে।
বৃষ্টি এলো ছাদবাগানে নতুন ফুলের টবে
বৃষ্টি এলো মেঘলা করে আকাশ কলরবে,
বৃষ্টি এলেই আমার চোখে কান্না বলে লোকে,
বৃষ্টি এলেই ঢেউ উঠে ফের অতীত স্মৃতির বুকে।
বৃষ্টি তো নয় আকাশ কাঁদে কোন সে করুণ শোকে,
আমার তবুও চোখ ভিজে যায়– বৃষ্টি অবলোকে!







































