
চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন পয়েন্টে সড়কের পাশে ফেলা হচ্ছে দুর্গন্ধযুক্ত ময়লা-আবর্জনা। দুর্গন্ধের কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে নাক চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সড়কের পাশে দীর্ঘদিন ফেলে রাখা দুর্গন্ধযুক্ত ময়লার কারণে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, পৌরসভার তত্ত্বাবধানে অস্থায়ীভাবে একটি ডাম্পিং স্টেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলে ময়লা-আবর্জনা আর থাকবে না। ডাম্পিং স্টেশনটি দ্রুত চালু করার জন্য চেষ্টা চলছে।
পটিয়া পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক অরজিত কুমার সাজু বলেন, ডাম্পিং স্টেশন না থাকার কারণে নির্দিষ্ট কোনো জায়গায় ময়লা-আবর্জনা ফেলা সম্ভব হচ্ছে না। তবে ৮৫ শতকের একটি জায়গা ভাড়া নেওয়ার প্রক্রিয়া চলছে। এটির বাস্তবায়ন হলে ময়লা-আবর্জনা প্রক্রিয়ার মাধ্যমে সেখানে ফেলা হবে।
স্থানীয়রা বলছেন, পটিয়া পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকায় এমন দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পটিয়ার প্রধান ডাকঘরের সামনে ও আদালত মসজিদের দক্ষিণ পাশে খালি জায়গায় দুর্গন্ধযুক্ত ময়লা ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে। ফেলে রাখা ময়লা ফুটপাথেও চলে এসেছে। দূষিত এসব ময়লার ওপর দিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লা-আবর্জনার ভাগাড় চোখে পড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকার কারণে পৌর কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। উপজেলার পূর্ব হাইদগাঁও এলাকায় পৌর কর্তৃপক্ষ একটি ডাম্পিং স্টেশন করার উদ্যোগ নিলেও স্থানীয়দের বাধার কারণে তা আর বাস্তবায়ন হয়নি। বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে পটিয়া বাইপাস এলাকায় ৮১ শতক একটি জায়গা ভাড়া নিয়ে ডাম্পিং স্টেশন করার জন্য নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। পটিয়া পৌরসভায় বর্তমানে ৬০ জন নারী-পুরুষ পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত আছেন। এর মধ্যে আবাসিক এলাকায় ডোর টু ডোর ময়লা-আবর্জনা সংগ্রহ করছে একটি দল। তবে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা না পাওয়ার কারণে কয়েকটি স্পটে ফেলা হচ্ছে সংগ্রহকৃত এসব ময়লা।
জানা গেছে, পটিয়া পৌরসভা ‘ক’ শ্রেণির হলেও নেই কোনো ডাম্পিং স্টেশন। ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা। এখানে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে ময়লা সংগ্রহ করে ফেলছেন সড়কের পাশেই।
সরেজমিন দেখা যায়, পটিয়া বিসিক শিল্পনগরী এলাকায়, বৌদ্ধ মন্দিরের পাশে একটি খালি জায়গায়, ৫নং ওয়ার্ডের সবজার পাড়া, বাইপাস এলাকায় ও বাসস্টেশন এলাকায় যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এসব এলাকা রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে দুর্গন্ধযুক্ত এসব ময়লা-আবর্জনা ফুটপাথসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে যায়। গত এক সপ্তাহ ধরে পোস্ট অফিসের সামনে ময়লার স্তূপ জমে আছে। সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। অনেক ময়লা ফুটপাথে চলে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী আনিসুল ইসলাম বলেন, পোস্ট অফিসের সামনে ময়লা-আবর্জনা ফেলার কারণে পথচারীদের যেভাবে সমস্যা হচ্ছে তেমনি ব্যবসায়ী এবং মুসল্লিদেরও সমস্যা হচ্ছে। পথচারীরা নাক চেপে ধরে ময়লার ওপর দিয়ে চলাচল করছে। দুর্গন্ধযুক্ত ময়লা সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ এলাকাবাসীর।





























