
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিল্পপতি মরহুম মোঃ নুরুল ইসলাম এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক
স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই (শনিবার ) বিকেল ৪ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের নব নির্মিত অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে।
দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক এস,এম,ফোরকান আবু সভাপতিত্ব এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন সহ সভাপতি জহিরুল ইসলাম।
স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাধাারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, অর্থ সম্পাদক সবুজ শর্মা, সিনিয় সদস্য খাইরুল ইসলাম, সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, জাহেদ আনোয়ার চৌধুরী, সঞ্জয় চৌধুরী, ইকবাল হোসেন রুবেল প্রমুখ।
প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আবুল খায়েরের মোনাজাত পরিচালনার মাধ্যমের সভার সমাপ্তি করা হয়।





























