
মোঃ ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে রাজমিস্ত্রী মজনু মিয়া হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১১মে শনিবার সকাল ১১টায় ভাতশালা ইউনিয়নের হাওড়াগড় এলাকায় কয়েক শতাধিক লোকের উপস্থিততে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের ছোট ভাই সোহেল লিখিত বক্তব্য পাঠ করে বলেন,আমার বড় ভাই রাজমিস্ত্রী মজনু মিয়া গত ৪এপ্রিল ২০২৪ তারিখে বেলা ১২ টার সময় বিশ্ববাজার এলাকায় একটি ভবনে কাজ করার সময় একটু পানি পাশের দোকানে পড়লে প্রতিপক্ষ দোকানের মালিক আমার ভাইকে মারপিট করে আহত করে।পরে অসুস্থ অবস্থায় প্রথমে শেরপুর সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।
পরবর্তীতে গত ৫ এপ্রিল নিহতের স্ত্রী বাদী হয়ে শেরপুর সদর থানায় ১৩ জন ব্যাক্তির নামে একটি হত্যা মামলা দায়ের করে।যার মামলা নং ০৬ ।মামলা চলাকালীন সময়ে আসামীদের মধ্যে কয়েকজন হাইকোর্ট থেকে অস্থায়ী জামিন লাভ করেন।এ মামলায় একজন মাত্র আসামী আত্মপক্ষ সমর্থন করে হাজতে রয়েছে। অপর আসামীগণ প্রকাশ্য ঘুরাফেরা করছে এবং বাদীকে জোরপূর্বক মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ প্রয়োগ এবং বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিহত মজনু মিয়ার তিন সন্তানের জনক এবং বর্তমানে তার স্ত্রী ৯ মাসের অন্তসত্ত্বা।
নিহতের অন্তসত্ত্বা স্ত্রী রোজিনা বেগম বলেন, আমার স্বামী সেখানে কাজ করতে গিয়েছিলো।তার সাথে কারও কোন দ্বন্ধ নাই। তাদের জমি নিয়ে দুই পক্ষের ঝামেলায় আমার স্বামী বলি হয়েছে।
লিখিত বক্তব্যে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি করেছেন তিনি। সংবাদ সম্মেলন শেষে পরিবারের সদস্য ও এলাকাবাসী একটি মানববন্ধন করে।




































