
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সপ্তাহব্যাপী 'সমরাস্ত্র প্রদর্শনী-২০২৪' এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৪ মার্চ) দুপুর পৌনে ১২টায় ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দরস্থ জাতীয় প্যারেড স্কয়ারে সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক নিরাপত্তা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, ঢাকার সংসদ সদস্যরা, বিদেশি কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সমরাস্ত্র প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এর আগে আন্ত: বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকলের জন্য সমরাস্ত্র প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
এছাড়া সমরাস্ত্র প্রদর্শনী এলাকায় কোন প্রকার আগ্নেয়াস্ত্র অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহন করা যাবে না।







































