
মোঃ জনি হোসেন করিমগঞ্জ প্রতিনিধিঃ
তাড়াইলে শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক নারীকে (১৯) ধর্ষণের অভিযোগ করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী তাড়াইল থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় অভিযুক্ত আনু (২৫) তাড়াইল উপজেলার দশদ্রুন গ্রামের নুরুল আমিনের ছেলে।পুলিশের ভাষ্য, ভুক্ত ভোগীর স্বামী ঢাকায় ব্যবসা করেন। তিনি তাঁর নয় মাস বয়সী সন্তান নিয়ে বাবার বাড়িতে রাতে ঘুমিয়ে ছিলেন। রাত তিনটার দিকে অভিযুক্ত ঘরে ঢুকে শিশুটির গলায় ছুরি ধরে ভুক্তভোগীকে ভয় দেখান। পরে তাঁকে একটি পুকুরের পাশে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত আনু মিয়া পালিয়ে যান।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩০ জুন) দুপুর ২টার সময় অভিযান চালিয়ে ধর্ষক আনু কে গ্রেফতার করা হয়েছে।





























