
আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোটের বিষয়ে জানাতে আগামী সোমবার বা মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেইলকে এ তথ্য জানান সিনিয়র এই আইনজীবী।
আবুল খায়ের বলেন, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের জন্য আমাকে আহ্বায়ক করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে। এ নির্বাচনের সব বিষয়বস্তু ও করণীয় সম্পর্কে আমি আগামী সোমবার বা মঙ্গলবার সাংবাদ সম্মেলন করব। সেখানে সুষ্ঠু নির্বাচনের জন্য সব বিষয় তুলে ধরবো।
আবুল খায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি। গত ২০১৪-১৫ সেশনে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এই আইনজীবী নোয়াখালী বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এদিন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নুর দুলাল বলেন, জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে বর্তমান বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নির্বাচন উপকমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি তার নেতৃত্বে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে।
নির্বাচনি তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।







































