
স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে,কয়লা ও চুনাপাথর পরিবহণকারী নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায় করার সময়, যুবলীগের সভাপতিসহ পাঁচ চাঁদাবাজ কে আটক করেছে নৌ পুলিশ।
শুক্রবার (২৮জুন)বিকালে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদী হতে তাদের আটক করা হয়েছে।
আটককৃত চাঁদাবাজরা উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুলেমানপুর গ্রামের ফজলুল হক(৪৫)একই গ্রামের হাবিবুর রহমান(৪০),কুহিনূর মিয়া(৪০),এমরান মিয়া(৩২),কামরুল মিয়া(৪০)।
জানাযায় আজ বিকালে সুনামগঞ্জ এলাকার টুকের বাজার নৌপুলিশের ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে নৌপুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে অভিযান চালিয়ে কয়লা ও চুনাপাথর পরিবহণকারী নৌকা থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় তাদের আটক করে।এসময় চাঁদাবাজদের হেফাজতে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করে।
এ ব্যাপারে নৌপুলিশের ইনচার্জ আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে একাধিক চাঁদাবাজ চক্রের সদস্যদের চাঁদা আদায়ের সময় আটক করা হয়েছে এসময় তারা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।





























