
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃ নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে তাহিরপুরে মাছের পোণা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩১জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উদযাপিত মৎস্য সপ্তাহ উপলক্ষে তাহিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে এসব মাছের পোণা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার,উপজেলা মৎস্য অফিসার ইউসুফ আলী,এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





























