
মুন্সি শাহাব উদ্দীন, বিশেষ প্রতিনিধি।
বর্ষা মানে থৈ থৈ পানি। তবে এই থৈ থৈ পানিতেই গত বর্ষা মৌসুমে অনেকের ভাগ্য বিলিন হয়ে গেছে, হয়েছে অনেকের প্রাণহানি। পিতা- পুত্র পরস্পর পরস্পরকে খোজ করতে গিয়ে উভয়ে পানিতে ডুবেছে এমনই সংবাদ প্রকাশিত হয়েছে খবরের কাগজে। অনুরুপভাবে চলতি মৌসুমেও গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে পানি বৃদ্ধির শঙ্কা রয়েছে। তাই এই এলাকার মানুষ মুষুলধারে বৃষ্টি দেখলেই আতকে উঠেন। কখন জানি বন্যার পানিতে আবার ভাসতে হবে। এই ভয়ে তাদের দিনরাত অতিবাহিত হচ্ছে। বর্তমানে টংকাবতি ও ডলুখালের পানি ভরপুর হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে খালের উভয় পাশের মানুষের পরিস্থিতি ভয়াবহ হতে পার। পানির চাপে পাড় ভেঙ্গে বসত বাড়ীতে পানি ঢুকার সম্ভাবনা রয়েছে। এইরুপ পরিস্থিতি সৃষ্টি হলে লোহাগাড়া সাতকানিয়ার মানুষের দুঃখ দুর্দশার সীমা থাকবে না। সবচেয়ে বেশি আতঙ্কে দিন কাটছে খালের পাড়ে বসতি করা মানুষদের। কেননা গত বছর বর্ষা মৌসুমে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা। সবমিলিয়ে লোহাগাড়া সাতকানিয়ার মানুষ বন্যার মুখোমুখি মর্মে এই আশঙ্কায় দিন অতিবাহিত করতেছে।





























