
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃমা মাছের অভয়ারণ্য খ্যাত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষা ও অবৈধভাবে মৎস্য নিধন ঠেকাতে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৪শতাধিক প্লাস্টিকের ছাই জব্দ ও এক জেলে কে অর্থদণ্ড প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।
শুক্রবার (১২জুলাই)দুপুর থেকে বিকাল পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের রৌহা,রুপাবুই,তেকুইন্যা,বেরবেরিয়াসহ কয়েকটি বিলে অভিযান চালিয়ে ৪শতাধিক হাওরের পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের ছাই জব্দ করেন,এসময় টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে পরিবেশ ধ্বংসাত্মক প্লাস্টিকের ছাই ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মৎস্য আহরণের দায় এক জেলে কে অর্থদণ্ড প্রদান করেন তিনি।অভিযান চলাকালে উনার সাথে ছিলেন তাহিরপুর থানা পুলিশ ও টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত আনসার সদস্যগন।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, টাঙ্গুয়ার হাওরের মৎস্য সম্পদ রক্ষা ও প্লাস্টিকের দূষণ থেকে হাওর কে রক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উনি আর বলেন এ বিষয়ে হাওর পাড়ের সবাই কে সচেতন হতে হবে।





























