
বাংলাদেশি লেখক, কবি ও শিশুসাহিত্যিক আশরাফ আলী চারু'র ভারতের আসামে অহমীয়া ভাষায় প্রকাশ হচ্ছে আরো একটি বই। উল্লেখ্য ২০১৮ সালে লেখকের 'টুনটুনির স্কুল' নামে একটি শিশুকিশোর গল্পের বই আসামে অহমীয়া ভাষায় প্রকাশ হয়েছিল। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলা ভাষায় প্রকাশ হয়েছিল লেখকের আরেকটি শিশুকিশোর গল্পের বই 'অচিনপুরের গল্পের ঝুলি'। এবার তৃতীয় যে বইটি অহমীয়া ভাষায় প্রকাশ হচ্ছে সে বইটির নাম 'অদ্ভুত ভূতের রাজা'।
বইটির অনুবাদক পুতলি মুদৈ ও কৃষ্ণা হাজারিকা। প্রচ্ছদ করেছেন রাজদীপ ভুইঁয়া আর অলংকরণ করেছেন কল্যান মেধি। হেঙুল হাইতাল প্রকাশন থেকে প্রকাশিতব্য বইটি আগামী দুই-এক সপ্তাহের মধ্যে পাঠকের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রকাশনা প্রতিষ্ঠানের একজন কবি ও অনুবাদক জান বরদলৈ।
দেশে বিদেশে মিলে আশরাফ আলী চারু'র এই নিয়ে মোট বই সংখ্যা হলো ঊনিশটি।







































