
তানজিল সরকারঃ ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব শ্রী-নগর থেকে ১৮৮৪ (এক হাজার আটশত চুরাশি) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সিমকার্ড, ১টি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৬টায় র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ৩ মে সন্ধায় অনুমানি ০৫.৩০ ঘটিকার সময় গোপনসূত্রে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শ্রীনগর বাজারে ফটোমেলা ডিজিটাল ষ্টুডিওতে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট'সহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ সন্ধ্যা অনুমানিক ৬টায় শ্রীনগর বাজারের ফটোমেলা ডিজিটাল ষ্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে র্যাব-১৪ উপস্থিতি টের পেয়ে আসামী জোবাইর আহাম্মেদ (৩০), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।





























