
ষ্টাফ রিপোর্টারঃ
গজারিয়া উপজেলার বালুয়াকান্দীতে মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান(নইমুল)এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ ও সুশীল সমাজ। শুক্রবার সকাল ১০ ঘটিকায় বালুয়াকান্দী মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট হল রুমে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার স্কোয়াডন লীডার(অব:)কামাল উদ্দিন,বালুয়াকান্দী ইউপি চেয়ারম্যান মো: শহিদুজ্জামান জুয়েল,বীর মুক্তিযোদ্ধার আনিসুর রহমান শিকদার ইরন,বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদসহ উপ স্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা জানান, ওয়াহিদুজ্জামান (নইমুল)একজন ভুয়া মুক্তিযোদ্ধা,১৯৭১ মুক্তিযুদ্ধকালীন সময় তিনি পাক সেনাদের সহায়তাকারী হিসেবে চিহ্নিত অথচ অদৃশ্য কারণে তিনি এখন মুক্তিযোদ্ধা।যিনি বর্তমানে মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে ভূমি দখল,চাঁদাবাজি,মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানী করছেন। এ সময় বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি হাবিবুর রহমান বলেন নইমুল মুক্তিযুদ্ধার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এলাকা বাসী তার শাস্তি দাবি করছে।





























