
মাসুদ রানা: সুজানগর (পাবনা)
পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলী শের খানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক গোলাম রসুলের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় আলী শের খানের দীর্ঘ শিক্ষাকতা জীবন তুলে ধরে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম শাহজাহান, চেয়ারম্যান দুলাই মডেল ইউনিয়ন পরিষদ,কার্তিক চন্দ্র সাহা, বিমিষ্ট সমাজ,রফিকুল ইসলাম চোপল এস পি, আঃ মজিদ বাংলা শিক্ষক এডওর্য়াড় কলেজ, ইন্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্না,আবু সাইদ সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি দুলাই উচ্চ বিদ্যালয়,ফজলুল হক বাবলু প্রভাষক দুলাই সরকারী ডা: জহুরুল কামাল ডিগ্রী করেজ,মজিবুর রহমান প্রাক্তন ছাত্র, আব্দুর রাজ্জাক বীর মুক্তিযোদ্ধা, সেবক,সোহানুর রহমান সবুজ চেয়ারম্যান আহম্মদপুর ইউনিয়ন পরিষদ সাগরিকা আক্তার কান্তা আলী শের খান স্যারের মেয়ে,ড. ইয়াসিন আলী জামাতা।
পরে মরহুম আলী শের খান স্যারের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দুলাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুস সামাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন ও আনিসুজ্জামান লিটন।
প্রকাশ গত ২৩ জুন অসুস্থতা জনিত কারণে দুলাই উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আলী শের খান মৃত্যু বরণ করেন।





























