
স্টাফ রিপোর্টার তাহিরপুর;সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক।
মঙ্গলবার (২৫জুন]সকালে তাহিরপুর উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ বিতরণ করেন তিনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন,সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন।অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমল কান্তি কর এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা,এছাড়াও উপস্থিত ছিলেন তাহিরপুর জামালগঞ্জ ও মধ্যনগর এবং ধর্মপাশা সহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























