
মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' -
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা শিল্প সম্পর্ক শিক্ষায়তন (আই আর আই), টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এড. আজমত উল্লা খান, চেয়ারম্যান, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, বেগম শামসুন নাহার, সাবেক এমপি।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মামুনুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের উপপরিচালক শামীমা সুলতানা বারী, শ্রমিক ও মালিকের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন কল-কাররখানার শ্রমিকবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসক শ্রমিক-মালিককে এক হয়ে কাজ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান। সরকার সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে চলেছেন এবং তাদের দাবিদাওয়া পূরণ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে। এসময় উপস্থিত শ্রমিক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বিভিন্ন শ্রমিকরূপী বা শ্রমিক নেতারূপী অসন্তোষ সৃষ্টিকারী বহিরাগতদের থেকে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। তাদের কথায় যাতে কোন সাধারণ শ্রমিক আন্দোলন সংঘাতে জড়িয়ে না পরে বলেও জানান তিনি।অনুষ্ঠানে শ্রমিকদের প্রতিনিধিবৃন্দ সরকারের কাছে তাদের দাবিদাওয়া তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দও মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিক অধিকার আদায়ে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।




































