
মজমুল হক,গঙ্গাচড়া(রংপুর)ঃ
আসন্ন গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন সুজন।
আজ বৃহস্পতিবার (২ মে ) দুপুর ১২ টার দিকে তিনি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য ও সদ্য পদত্যাগ করা ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন বলেন, যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো তাই নিয়মানুযায়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আমি পদত্যাগ করেছি। আমি বিশ্বাস করি গঙ্গাচড়া উপজেলার জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ওহেদুজ্জামান মাবু বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ যদি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।





























