
মোবারক হোসেন, কিশোরগঞ্জ : করিমগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাই ৩৫ টি এন্ড্রোয়েড মোবাইল ফোনসহ ২ চোরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কটিয়াদী থানাধীন বানিয়াগ্রাম এলাকা হতে ৩৫টি চোরাই মোবাইল ফোনসহ ২ চোরকে গ্রেফতার করা হয়। গ্ৰেফতারকৃত ২জন হলেন কটিয়াদী উপজেলার মসুয়া এলাকার মাইনউদ্দিন ময়না এর ছেলে সেলিম (২৫), অপরজন হলেন করিমগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার রবি ইসলাম এর ছেলে আলপু (২৭)। বুধবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়।জানা যায়, গত ৮ এপ্রিল করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে সামাদ টেলিকম নামক একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে দোকান মালিক মোঃ এরশাদ মিয়া বাদী করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পাশ্ববর্তী কটিয়াদী থানাধীন বানিয়াগ্ৰাম এলাকায় অভিযান চালায় করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম। সেখান থেকে চোরাইকৃত ৩৫টি মোবাইল ফোন সহ ২ চোরকে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে গ্ৰেফতারকৃত ২ জনকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠায়।নোট : চোরাইকৃত ৩৫টি মোবাইল ফোনসহ ২ চোর গ্ৰেফতার এর ছবি সংযুক্ত করা হয়েছে।




































