
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮শত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ত্রাণ কার্যের (জিআর) এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা, বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ,চামরদানী ইউপি চেয়ারম্যান আলমগীর খসরু,দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান,নির্বাহী সভাপতি আতিক ফারুকী, ইউপি সদস্য মো: আমান উল্লাহ, সুজন মিয়া, সাংবাদিক আল আমিন সালমান, অনুপ তালুকদার প্রমুখ।
এসময় ৮ শত বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি করে জিআর এর চাল বিতরণ করা হয়।





























