
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে কবর স্থানে পরিত্যক্ত অবস্থায় ১০০ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করেছে মধ্যনগর থানা পুলিশ।
রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রুপনগর গ্রামের বেরবেরী হওরের অবস্থিত একটি কবর স্থানে ত্রিপাল দিয়ে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ১০০ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
মধ্যনগর থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন,পুলিশ ১০০ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি উদ্ধার করেছে। তদন্ত করে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।





























