
নিজস্ব প্রতিবেদক :
প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক ভূঁইয়া ।রবিবার (২৩ জুন)) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিক সিলেট বিভাগের তিনটি জেলার (সুনামগঞ্জ,হবিগঞ্জ ও সিলেট ) মোট ৬ জন উপজেলা চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আব্দুর রাজ্জাক ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত বিভাগীয় কমিশনার ও মধ্যনগর উপজেলার ইউএনও অতীশ দর্শী চাকমা সহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমাকে ভালোবেসে ৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে আমাকে জয়ী করেছেন। মধ্যনগর উপজেলা বাসীর ভালবাসার ফলেই আজকে আমি এই পবিত্র শপথ গ্রহণ অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে শপথ নিতে পারছি। আমার এলাকার জনমানুষের এই ভালবাসার ঋণ আমি ভালবাসা দিয়েই পরিশোধ করতে চাই।এসময় তিনি মধ্যনগরকে সমৃদ্ধশীল স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে, সকলের সহযোগিতা কামনা করেন।





























