
ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় এক বৃদ্ধ মহিলা নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলাধীন পানিউমদা বাজারে ঐ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ঐ মহিলা হলেন- উপজেলার পানিউমদা উত্তরহাটি এলাকার আব্দুল আজিজের স্ত্রী শারবান বেগম (৭০)।
জানা যায়- বিকেলে শারবান বেগম (৭০) পানিউমদা বাজারে মহাসড়ক পারাপার হতে যান। তাৎক্ষণিক সিলেটগামী একটি দ্রতগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১৩৯০৩) তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন- দুর্ঘটনাকারী মাইক্রোবাসকে আটক করা হয়েছে। এবং প্রয়োজনীয় আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আলোকিত সকাল/ স্টাফ রিপোর্টার/ মোঃ ফাহাদ আহমদ





























