
সাইফুর নিশাদমনোহরদী উপজেলা প্রতিনিধিনরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়ায় অবস্থিত একটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসক নরসিংদীর কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মোঃ খালিদ হোসেন শিমুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় বেকারিটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।মোবাইল কোর্টে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহনেওয়াজ, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক। অভিযানে মোঃ সূফী পারভেজ (প্রধান সহকারী কাম হিসাবরক্ষক) ও মনোহরদী থানার পুলিশ ফোর্স সহযোগিতা করেন।





























