
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। বৃহস্পতিবার (২মে) মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ছিল। এবারই প্রথম প্রার্থীদের অনলাইনের মাধ্যমে মনোনয়ন ফরম পূরণ করে দাখিল করতে হয়েছে। সরাসরি কোন মনোনয়ন ফরম গ্রহণ করা হয় নাই।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর,
গোলাম সারওয়ার হাসান, তারেক আবদুল্লাহ, রাশেদ আলম হায়দার,
আল আমিন সরকার।
ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর আহমেদ (ফয়সাল), হাবিবুর রহমান,
মোঃ আতিকুর রহমান হেলাল, মোঃ আবদুল্লাহ নজরুল, শাহিন, শেখ আকরাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, আফজালুন নেছা বাসিত, আছমা বেগম, কুলসুম বেগম, নুরজাহান মজুমদার, নাজমা আক্তার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১২ মে
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ১৩ মে
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,
২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২টি থানা ও ২২টি ইউনিয়ন নিয়ে মুরাদনগর উপজেলা গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬০৭ হাজার ৪ শত ৪১। পুরুষ ভোটার ২ লাখ ৪২ হাজার ১ শত ১৯, মহিলা ২ লাখ ২৫ হাজার ৩ শত ১৯ ও তৃতীয় লিঙ্গ ৩ জন। মোট ভোট কেন্দ্র ১৯১ টি।




































