
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার স্বল্পেরচর এলাকায় সমরক্ষেত্রের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরনে ছিলো সাদা রঙের প্যান্ট ও কালো টি সার্ট।
বন্দর থানার এসআই অভিজিৎ চৌধুরী জানান, সকালে সমরক্ষেত্র মাঠে কয়েকজন কিশোর খেলতে গিয়ে পরিত্যক্ত জায়গায় লাশটি পড়ে থাকতে দেখে। তারা বড়দের জানালে স্থানীয়দের মাধ্যমে খবর পায় পুলিশ।। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর লাশ এখানে ফেলে গেছে।





























