
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় খান জাহান আলী সেতু (রূপসা ব্রিজ) এর টোল প্লাজা দিয়ে প্রতিদিন রাতে চোরাই ভাবে অর্ধ কোটি টাকার বিক্রয় নিষিদ্ধ পোনা মাছ পাচার হচ্ছে। দীর্ঘদিন এই অবৈধ রমরমা ব্যবসা চলছে নীরবে। উজাড় হচ্ছে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ। প্রশাসনের এমন নীরবতায় জনগণে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। নির্ভরযোগ্য একটি সূত্রে প্রকাশ, বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজারের মৎস্য ব্যবসায়ী জাহিদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে সাগর কিংবা সুন্দরবনের নদী নালা থেকে বেবদি জালের মাধ্যমে ধরা বিভিন্ন প্রজাতির লক্ষ লক্ষ মাছের পোনা ফেলে দিয়ে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ পায়সা মাছের পোনা সংগ্রহ করে রামপাল এবং মংলা সীমান্তবর্তী বেলাই ব্রিজ, তেতুলিয়া ব্রিজ, বগুড়া ব্রিজ এলাকা থেকে প্রতিদিন রাতে ৮-১০টি মিনি ট্রাকের মাধ্যমে এই মাছের চারা পোনা রামপাল থেকে কাটাখালি মোড় হয়ে রূপসা ব্রিজ পার হচ্ছে। অতঃপর এই মাছের চারা পোনা গুলো বিক্রি হচ্ছে পাইকগাছার গৈড়ইখালি বাজার, সাতক্ষীরার চাঁদকাঠি, বীণের পুতা, আশা শুনি, দেভাটা ও ভোমরা বর্ডার এলাকায়। এ কাজে রোড ক্লিয়ার করার জন্য মিলিত রয়েছেন দুজন তারা হলেন রুপসা উপজেলার জাবুশা গ্রামের শাকিল ও একই থানধীন আলাইপুর গ্রামের শিকদার। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন সেক্টরের নামে ট্রাকপ্রতি ১০ হাজার টাকা নিয়ে লাইন ক্লিয়ারেন্স দেয়। ভোমরা বর্ডার থেকে ফিরে আসার সময় এই ট্রাকগুলো অবৈধ পণ্য বহন করে আনে বলে ও অভিযোগ রয়েছে।অবৈধ এই ব্যবসার কাজে নিয়োজিত এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন। সচেতন মহল তথা বুদ্ধিজীবী মহলের প্রশ্ন অবৈধ এই ব্যবসাটি দীর্ঘদিন ধরে চললেও প্রশাসন কি কিছুই জানেন না! নাকি জেনেও না জানার ভান করছেন। আসলে এগুলো তো সরকার নিষিদ্ধ। এর জন্য রয়েছে পৃথক আইনও।

























