
স্টাফ রিপোর্টার:আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছে একঝাঁক তরুণ। উপজেলার বিভিন্ন গ্রাম,পাড়া-মহল্লা ও হাটবাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই বিরামহীন প্রচারণা।ধানের শীষের লিফলেট হাতে নিয়ে তরুণরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।কখনো নৌকায় হাওর পাড়ি দিয়ে,কখনো কাঁচা রাস্তা ধরে পায়ে হেঁটে তাঁরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইছেন।এই প্রচারণার নেতৃত্বে রয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আলী। এ সময় উপস্থিত ছিলেন সুজন,জিল্লু,আলী হায়দার লিপসন, ছাত্রদল নেতা ফয়সাল,মুহিব মিয়াসহ আরও অনেকে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তরুণদের এই সংগঠিত ও ধারাবাহিক মাঠপর্যায়ের প্রচারণা এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি আগ্রহ বাড়ছে।গ্রাম থেকে বাজার পর্যন্ত এখন ধানের শীষের আলোচনা সর্বত্র। হাওরাঞ্চলের মানুষ ধীরে ধীরে নিজেদের আশা ও প্রত্যাশা এই প্রতীকের সঙ্গে যুক্ত করছে, যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

























