
শাহাদাত আল মাহদী,রিয়াদ প্রতিনিধি।ইসলামী সংস্কৃতিতে অনন্য ভূমিকা রাখার অবদান স্বরুপ 'বর্ণ পদক' সম্মাননা পেলো সৌদি আরবে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন প্রবাসী নাশীদ ব্যান্ড। গত ২২ ফেব্রুয়ারী '২৪ বৃহস্পতিবার রিয়াদে বর্ণ টিভির ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে নাশীদ ব্যান্ডের মনকাড়া সাংস্কৃতিক পারফর্মের পর তাদের হাতে পদক ক্রেস্ট প্রদান করেন আয়োজক কমিটির প্রধান জনাব ফকির আল আমিন।কয়েকশত প্রবাসী বাংলাদেশী গুনিজন ও দর্শকদের উপস্থিতিতে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন প্রবাসী নাশীদ ব্যান্ড পরিচালক আরিফ রব্বানী, নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সহকারী পরিচালক রাফি উদ্দিন মিয়াজি, আবৃত্তি ও উপস্থাপনা পরিচালক শাহাদাত আল মাহদী, অর্থ পরিচালক ইউনুস আহমদ।





























