
মাসুদ রানা: সুজানগর প্রতিনিধি
পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে দুলাই ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ লাখ ক্ষতি সাধিত হয়েছে ।
শনিবার (২২ জুন) রাত ৯ টায় দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহাজাহানের বাড়ির সামনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এতে অন্তত ১৮ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবারের লোকজন । এদিকে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, কীটনাশকের দোকানের বৈদ্যুতিক তারে সংঘর্ষে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা দ্রুতই ছড়িয়ে যায়। কীটনাশকের দোকানের সাথে থাকা অধিক পেঁয়াজ, ধান পুড়ে সয়লাব হয়ে যায়। তিনি আহাজারি করে বলেন তার সব শেষ হয়ে গেছে। এখন সরকার যদি তাকে সাহায্য না করেন তাহলে তাকে পথে বসতে হবে।





























