
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃটানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বন্যা কবলিত এলাকা দিনভর পরিদর্শন করেছেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।শুক্রবার (২১ জুন) সারাদিন উপজেলার বিভিন্ন হাট-বাজার গ্রাম ও পাড়া-মহল্লা পরিদর্শন করেন তিনি। এছাড়াও তিনি গত এক সপ্তাহ ধরে সুনামগঞ্জ-১ আসনের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে আসছেন হাওরপাড়ে বেড়েওঠা তাহিরপুর উপজেলার এই কৃতিসন্তান।পরিদর্শনের একফাঁকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজারে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন তিনি ।এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা,সাংবাদিক,গীতিকার ও সংগীতশিল্পী রাজু আহমেদ রমজান,সাংবাদিক শামসুল আলম আখঞ্জী টিটু,স্থানীয় আওয়ামীলীগ নেতা বদিউজ্জামান মিয়া,আওয়ামীলীগ নেতা সাহাব উদ্দিন আখঞ্জি,সাংবাদিক রিমন আহমদ,যুবলীগ নেতা মানিক চন্দ্র পাল,যুবলীগ নেতা শাহীন আখঞ্জী, শ্রমিকলীগ নেতা রুবেল কাজী প্রমুখ। এছাড়া দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





























