
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ খ্রীঃ উপলক্ষে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। মোট ১৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২মে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নিন্মোক্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন-
জহিরুল ইসলাম ভূইয়া শাহীন,গিয়াসউদ্দিন লাকী তরিকুল ইসলাম ভূইয়া তুহিন, মোঃ কামরুজ্জামান । ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, নাজমুল হক আকন্দ, মোঃ গোলাপ মিয়া, শাহআলম সিদ্দিকী,শামরুজ জামান শামরুজ,,আবুল কাশেম খান, দেলোয়ার হোসেন আলো, সাইফুল ইসলাম উজ্জ্বল, সংরক্ষিত মহিলা আসনের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, খাদিজা আকতার আশা, খাদিজা আকতার লাকী, হোসনে আরা পুতুল, আইতুন্নেছা, নার্গিস সুলতানা, বেগম আক্তার, বিলকিস রহমান, ও দেলোয়ারা খানম। উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ বৃহস্পতিবার ২ মে। তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আরও বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে ও ভোটগ্রহণ ২৯ মে।




































