
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জের তাড়াইলে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচজনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। ১লা মে বুধবার বেলা এগারো ঘটিকায় উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় পাঁচজন গাড়ী চালককে মূল সড়কে অবৈধভাবে তাদের যানবাহন পার্কিং করায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রীর লক্ষ্যে ফার্মেসীতে রাখায় সৌরভ মেডিকেল হলের সত্ত্বাধিকারী এরশাদ উদ্দিনকে
১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মোবাইল কোর্টে উপজেলার সহিলাটী গ্রামের জাকির হোসেনকে ১৫ হাজার টাকা, সাচাইল গ্রামের রুস্তম আলীকে ৫০০ টাকা, বরুহা গ্রামের আবদুল হান্নান ভুঁইয়াকে ৫ হাজার টাকা, করিমগঞ্জ উপজেলার করনশি গ্রামের মঞ্জিল মিয়াকে ৫০০ টাকা,দামিহা গ্রামের উজ্জ্বল মিয়াকে ৫ হাজার টাকা এবং সৌরভ মেডিকেল হলের মালিক এরশাদুল ইসলাম কে ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালিব, তাড়াইল থানা পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এমন অভিযান অব্যাহত থাকার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার আল মামুন।




































