
সোহেল রানা তালতলী প্রতিনিধি:
বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের যুবদলের সাবেক সদস্যকে ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইউনিয়ন যুবলীগের এক অংশের নেতা-কর্মীরা। বুধবার ১৯ (জুন) বিকেল ৫ টার দিকে শারীকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
জানা জায়, গত ২২ জানুয়ারি শারিকখালি ইউনিয়ন যুবলীগের ১২ সদস্যের কমিটি গঠন করা হলেও সম্প্রতি সময়ে তা প্রকাশ্যে আসে। এ কমিটিতে বিএনপি নেতাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে।
যুবলীগ নেতাকর্মীরা জানান, শারিকখালিতে প্রকাশিত যুবলীগ কমিটিতে যাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে তারা ধর্ষণসহ বিভিন্ন মামলার সাথে জড়িত রয়েছে। ওই কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে সেই বেল্লাল মুন্সি বিএনপি জামাতের জ্বালাপোড়াও ও নৈরাজ্যের সময়ে প্রত্যক্ষভাবে টায়ার পুড়িয়ে আন্দোলনে অংশ নেয়া সক্রিয় বিএনপি নেতা ছিলেন। টাকার বিনিময় কমিটি দেওয়ার অভিযোগ তোলেন তারা।
শারিকখালী ইউনিয় যুবদল নেতা মোঃমাসুম বলেন, বেল্লাল মুন্সী এবং আমরা একই সাথে টায়ার পুড়িয়ে আন্দোলন করেছি। কিন্তু বেল্লাল মুন্সি কিভাবে যুবলীগের সভাপতি হয় তা আমার বুঝে আসেনা।
তালতলী উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা বলেন, সে অনেকদিন ধরেই আওয়ামী লীগের সাথে জড়িত তবে সে বিএনপি করতো সেটা আমাদের জানা ছিল না। ২০০৯ সালের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শারিকখালি ইউনিয়ন কমিটিতে সদস্য পদে নাম থাকা একটি কাগজ আমরা পেয়েছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম এটম বলেন, বিষয়টা শুনেছি এবং উপজেলা নেতৃবৃন্দদের এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছি।





























