
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
কাশিমপুর, গাজীপুর
২৯শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) গাজীপুর মহানগরের কাশিমপুরের ৩নং ওয়ার্ডে তালাবদ্ধ টিনশেড বাড়িতে আগুন লেগে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় ৩নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকার মোখলেছ হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মিরাজুল ইসলাম বিষয়ের সম্পর্কে জানতে চাইলে বলেন, প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো হয়। আগুন নেভাতে ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে।
এলাকাবাসীরা জানায়, বাড়ির লোকজন সবাই ঢাকায় থাকা অবস্থাতেই আগুনের সূত্রপাত হলে আশপাশের বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডে টিনশেড ঘরসহ অনেক মালামাল পুড়ে ছাই হলেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন।





























