
স্টাফ রিপোর্টার:
ক্ষমতাসীন আওয়ামীলীগের বিরুদ্ধে নানান ধরনের বিরুদী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান যুক্তরাজ্যের লন্ডন সিটি যুবদলের কার্যনির্বাহী সদস্য ও ভয়েস ফর গ্লোবাল হিউম্যান রাইটসের যুগ্ন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ। তিনি বেশ কিছুদিন যাবৎ লন্ডন বসে বসে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে যাচ্ছেন বিভিন্ন মাধ্যমে। কখনো তার ফেসবুক আইডি https://www.facebook.com/amilyahmedzobayer থেকে আবার কখনো তার পরিচালিত একটি ফেসবুক ব্লগ https://www.facebook.com/narsingdiDhanerShis থেকে। খোঁজ নিয়ে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই লেখা লেখির কারনে বেশ কয়েক বার আওয়ামীলীগের নেতা কর্মি দ্বারা হুমকির সম্মুখীন হয়েছেন। দেশে আসলে বা কাছে পেলে তাকে প্রাণ নাশের হুমকি ও দেয়া হয়। লন্ডনে বসেও তিনি আতংকে দিনাতিপাত করছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। গত ২২শে মে ২০২৪ তার বাড়িতে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র-সশ্র নিয়ে হামলা চালিয়ে ঘরের ভিতরে ব্যাপক ভাংচুর করার খবর পাওয়া যায়। এই ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। মামলা করার চেস্টা করে ও নাকি সরকার দলের লোক হওয়ার কারনে মামলা করতে ব্যর্থ হন তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা দীর্ঘ দিন যাবত জোবায়েরকে আওয়ামিলীগ সরকারের কর্মকান্ডের বিরুদ্ধে যুক্তরাজ্যে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি বন্ধ করার জন্য তার পরিবারের সদস্যদের বলে, আর তা না হলে লন্ডন থেকে দেশে আসলে হত্যার হুমকি ও দেয়া হয়।
গত ০৭/০৩/২০২৪ জোবায়ের ও তার কিছু সহযোগীর নামে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন মো আবু তাহের শেখ (২৫) পিতা মো শাহেদ আলী শেখ, সাং ০৩ রোড নং ০২ নবোদয়, থানা মোহাম্মদপুর ঢাকা১২০৭। মামলা নং সিআর ১৭৬/২০২৪ মোহাম্মদপুর ঢাকা। ১. শাহ আলম আল তাহিদ (২৭) পিতা আ: বারিক, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট। ২. শেখ আ: লতিফ (৩১) পিতা শেখ মহিবুর রহমান, গোয়াইনগাট, সিলেট। ৩. মো তোহিদুল ইসলাম (৩০) পিতা মো সিরাজুল ইসলাম, ফরিদপুর, প্রমুখ।
কিছুদিন পূর্বে লন্ডনে এক বিক্ষোভ সমাবেশে জোবায়ের আহমেদ বর্তমান আওয়ামিলীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন এবং এরই রেশ ধরে ছাত্রলীগ ,যুবলীগ,আওয়ামীলীগ ক্যাডাররা সাবেক ছাত্রদল নেতা ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরের মুল্যবান জিনিস পত্র ভাংচুর করে।
এর ফলে জোবায়ের এর পরিবার ভয়ের সাথে দিন পার করছেন, জোবায়ের উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিলেতে যান এবং সেখানে তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র রাজনীতির সাথে সরাসরি যুক্ত আছেন। সব সময় সরকারের কঠোর সমালোচনা করছেন তিনি।





























