
নিজস্ব প্রতিবেদক
মালয়শিয়ায় পাঠানোর নামে ৪ যুবকের ১২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে ইউসুফ ভুঁইয়া নামে এক দালালের বিরুদ্ধে। দালাল ইউসুফ আলী ভূইয়ার বাড়ি কুমিল্লা জেলার লাঙ্গলকোর্ট উপজেলায়। সে উপজেলার ডূরর্গার বাজার এলাকার হাকিম ভূঁইয়ার ছেলে। তবে ইউসুফ আলী ভুঁইয়া ঢাকায় বর্তমানে 4/A মিন্টু রোড়
বাড্ডা ও গুলশান এলাকায় বসবাস করেন। ভোক্তভোগী ওই চার যুবকরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পৌর শহরের আসাদ মোল্লা,দিলীপ , সাকিব , আমসারুল্লাহ। জানা গেছে,দালাল ইউসুফ আলী ভূঁইয়া ওই যুবকদের মালয়শিয়ায় পাঠানোর জন্য এজেন্সি অফিসে টাকা জমা দিবে বলে ২০২৩ সালের বিভিন্ন সময় সোনালী ব্যাংকের তার নিজেস্ব একাউন্টের মাধ্যমে ১২ লাখ টাকা নেয়। টাকা নেওয়ার কয়েকমাস পর থেকে নানান ধরনের বাহানা দেখায় ওই অভিযুক্ত দালাল ইউসুফ আলী ভূইয়া। পরে ভোক্তভোগীরা এজেন্সি অফিসে যোগাযোগ করলে তারা জানতে পারেন দালাল ইউসুফ কোন টাকা জমা দেননি। ভোক্তভোগী আসাদ মোল্লা বলেন,সুদের উপরে টাকা নিয়ে আমরা চার জন তাকে ১২ লক্ষ টাকা দিয়েছি। টাকা নেওয়ার পর থেকে নানান ধরনের বাহানা দেখাচ্ছে। আমাদের টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের কাছে আইনগত সহযোগিতা কামনা করছি।এইসব অভিযোগের বিষয়ে দালাল ইউসুফ ভুঁইয়ার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।





























