
আজহারুল ইসলাম মোহনগঞ্জ নেত্রকোনা নেত্রকোনার মোহনগঞ্জে সকল সাংবাদিকদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় পৌরসভা কার্যালয় সংলগ্ন নিউ মার্কেটে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোহনগঞ্জ সাংবাদিক সমাজের উদ্দ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সকল সিনিয়র ও জুনিয়র সাংবাদিকদের উপস্থিতি যেন এক মিলন মেলায় রুপ নেয়।
উপস্থিত সকল সাংবাদিকগন একত্বা প্রকাশ করে একে অপরের সাথে কৌশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম এস দোহা,আবুল কাসেম আাজাদ,এস এম সারোয়ার খোকন,আঃগনি,কামরুল ইসলাম রতন,মেহেদী ইকবাল দোলন,ইন্দ্রজিত সরকার,সাইফুল আরিফ জুয়েল,হাফিজুর রহমান চয়ন,রিপন বনিক,,আঃরব খান ঠাকুর,মানিক তালুকদার,আজহারুল ইসলাম ও শেখ সুমন মাহমুদ প্রমুখ।





























