
শাহাদাত আল মাহদী,রিয়াদ প্রতিনিধি। সৌদি আরবের রাজধানী রিয়াদের রিমাল এলাকায় লারুজ রিসোর্টে ২২শে মার্চ শুক্রবার (১২ রমজান) "ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির" ঘরোয়া পরিবেশে ভিন্নরকম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণ করেছেন কয়েকটি ফ্যামিলি,ইফতারির জন্য সবাই ঘরে বানানো বিভিন্ন মুখরোচক খাবার নিয়ে আসে।
শাহাদাত আল মাহদীর উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শায়েখ আব্দুল্লাহ বাশীর এবং হাফেজ শাহাদাত ফয়েজি,হাফেজ সালমান।
নাশিদ পরিবেশন করেনঃমাসুম বিন মাহবুব।খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেনঃ মুফতী জহিরুল ইসলাম।
বিশেষ আলোচক ছিলেনঃ শায়েখ হাবিবুল্লাহ।
এছাড়াও বক্তব্য রাখেনঃ ফকির আল আমিন,মোঃ রাজন,শরীফ মাহবুব।
বক্তারা সোসাইটির আগামীর কার্যক্রম সম্পর্কে দিক-নির্দেশনা দেন এবং তাদের অনুভূতি এবং মতামত জানান।বাচ্চাদের মেধা বিকাশে অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিলো ইসলামিক কুইজ এবং বিভিন্ন গেমস।





























