
মাসুদ রানা: সুজানগর
পাবনার সুজানগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর রাশেদুজ্জামান রাশেদ এর সাথে আমরা সুজানগরবাসী পরিবারে ঈদের শুভেচ্ছা বিনিময়। ১৩ এপ্রিল (শুক্রবার) জুম্মার নামাজ পর ইউএনও অফিসে ঈদের এই শুভেচ্ছা বিনিময় হয়। সবপ্রথম আমরা সুজানগরবাসী পরিবারের প্রতিনিধি দলের পরিচয় পর্ব শেষ করে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রায় ৩০ মিনিট আলোচনা শেষে ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন,উপজেলার সকল মানবিক ও ভাল কাজের সাথে থাকবে এবং আমরা সুজানগরবাসী পরিবারের সকল উদ্যোগে সকল সহযোগিতা করার চেষ্টা করবো। এসময় উপস্থিত ছিলেন আমরা সুজানগরবাসী গ্রুপের এডমিন প্যানেলের অন্যতম সদস্য নাজমুল,মাসুদ রানা,রাকিবুল, সম্রাটও আমরা সুজানগরবাসীর সদস্য মামুনুর রশিদ।





























