
মোঃ আব্দুল হান্নান স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জের তাড়াশ রায়গঞ্জ উল্লাপাড়ার মৎস্য চাষীদের নিয়ে উল্লাহপাড়া উপজেলায় হ্যাচারী কমপ্লেক্স হলরুমে ১ আগস্ট বৃহস্পতিবার, আরএমটি প্রকল্পে- এমএমএস সংস্থার মাধ্যমে ২৫ জন সদস্যদের নিয়ে নিরাপদ মৎস্য পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসায়ী ও এক্টরদের নিয়ে বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রধান অথিতি হিসাবে আলোচনা করেন- জেলা মৎস্য কর্মকর্তা জনাব, মোঃ শাহিনুর রহমান, উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন- উল্লাপারা উপজেলার মৎস্য সিঃ মৎস্য কর্মকর্তা জনাব, মোঃ আতাউর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জনাব, মোঃ জহিরুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ প্রকল্প কর্মকর্তা হ্যাচারী জনাব, মোঃ রেজোয়ান কবির।
আরএমটি প্রকল্পের ভ্যালুচেইন ফেসিলিটেটর জনাব মোঃ আশিক আল ফয়সাল, আরএমটিপি প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন কর্মকর্তা জনাব, মোঃ আহাদুজ্জামান আহাদ, ও সহকারী ভ্যালুচেইন ফেসিলিটেটর সিরাজুল ইসলাম, আল মাহমুদ ও বেলাল হোসেন।





























