
বরিশালের কাউনিয়ায় পাঁচ বছর বয়সী এক মেয়ে ও তার বাবার গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি শিশু রাবেয়া বশরী রোজাকে জবাই করে হত্যার পর নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছে বাবা নাঈম হাওলাদার।
বুধবার (১২ জুন) সকালে নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস নামক ভবনের চারতলায় এ ঘটনা ঘটে বলে জানান কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (এসআই) আরাফাত হাসান।
নাঈম হাওলাদার উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার বাসিন্দা। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের গাড়িচালক ছিলেন তিনি।
পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত হাসান জানান, চার মাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈম হাওলাদারের। গত রাতে স্ত্রী তাকে ফোন করে জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে প্রথমে মেয়েকে জবাই করেছে। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। পাশের রুমে নাঈমের বোন থাকলেও তিনি টের পাননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।































