
জহিরুল ইসলাম, নবীনগর:
জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য" সেই স্লোগানকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়ার,নবীনগর মানব সেবা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন উদ্যোগে। অসহায় ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে। প্রতিমাসে এক বেলা খাবার তুলে দেওয়ার প্রয়াস নিয়ে।সদ্য গঠন করা,অরাজনৈতিক, সামাজিক,সেবামূলক সংগঠন "মানবসেবা স্বেচ্ছাসেবীফাউন্ডেশন"২৬ফেব্রুয়ারি(সোমবার)দুপুরে
মানবসেবা সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো অসহায় ২০০ জন গরীব দুঃখি মানুষদের মধ্যে।এক বেলা উন্নত মানের খাবার বিতরন করেন।
এবং অসহায়,ছিন্নমূল, হতদরিদ্র মানুষের সেবার মধ্য দিয়ে এর পথচলা শুরু করা স্বেচ্ছাসেবী সংগঠনটি। বৃত্তশালী, প্রবাসী, স্বেচ্ছায় দানকারী মানবদের থেকে অর্থ সংগ্রহ করে, অসহায়,ছিন্নমূল পথচারীদের সেবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করে যাচ্ছেন মানব সেবা।বাড়িখোলা, লাউর ফতেপুর, বটতলী বাস স্ট্যান্ড, জিনদপুর বাসট্যান্ড,কড়ুইবাড়ি বাস স্ট্যান্ড ইত্যাদি জায়গা গুলোতে খাবার বিতরণ করেন।
সংগঠনের সদস্যরা বলেন,আমরা সকলে একতাবদ্ধ হয়ে মানুষের কল্যাণ এগিয়ে যেতে চাই।যারা একবেলা ভালো খাবার খেতে পারে না তাদের পাশে দাঁড়াতে চাই।এলাকার গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে চাই।মানবিক মানুষেরা যার যার সামর্থ্য মতো এগিয়ে আসবেন, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের পাশে থাকবেন। তবেই আমরা এবং আমাদের সংগঠনের সফলতা আসবে। মানবসেবা করতে আমাদের উৎসাহ যোগাবে।





























