
রাঙ্গুনিয়া -প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের
শিলক ও পদুয়া ত্রিমুখী মরণের মুখ উত্তর পদুয়া খলিফায়ে আ'লা হযরত হযরতুল আল্লামা শাহ্ সূফি আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আবদৃচ্ ছত্তার শাহ্ (রাহঃ) আল কাদেরী রজভী এর পবিত্র ৬২ তম বার্ষিক ওরশ শরীফ ২৬ ফেব্রুয়ারি গত সোমবার কাদেরীয়া রজভীয়া ছত্তারিয়া দরবার শরীফের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট দানবীর আলহাজ্ব কাজী মোরশেদ আহম্মদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মাওলানা কাজী মুহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথি এরশাদ মাহমুদ, মেহেমানে আলা মাওলানা মুহাম্মদ হাফেজ সোলাইমান আনছারী আল কাদেরী,প্রধান বক্তা মাওলানা আব্দুল মোস্তফা রহিম আল কাদেরী,প্রধান বক্তা মাওলানা অধ্যক্ষ হাসান রেজা আল কাদেরী, মাওলানা আ.ন.ম.কাজী মুহাম্মদ নাজমুল হোসাইন নঈমী, মাওলানা মুহাম্মদ আমির আহাম্মদ আনোয়ারী,মাওলানা মুহাম্মদ কফিল উদ্দীন আল কাদেরী,মাওলানা আবু তাহের আল কাদেরী প্রমুখ।





























